সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা পর্যায়ে পারিবারিক সহিংসতা বাল্য বিয়ে প্রতিরোধ ও নারী অধিকার বিষয়ে গনতান্ত্রিক সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার ধানগড়া সেতু অফিস হলরুমে প্রেসক্লাবের সভাপতি টি.এম কামরুজ্জামান লাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উইকেন বাংলাদেশ এনজিও সংস্থার প্রকল্প সমন¦য়কারী শাহিনা আক্তার, ট্রেইনার গোরাঙ্গ, ফিল্ড কর্মকর্তা মাহবুব খান, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটি সাধারন সম্পাদক রুহুল আমিন বকুল, প্রেসক্লাবের সহ সভাপতি আতিক মাহমুদ আকাশ, সাংবাদিক ড.গোলাম মোস্তফা সহ ওই এনজিওর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জোটের সদস্য বৃন্দ। ওই অনুষ্ঠানে পারিবারিক সহিংসতা বাল্য বিয়ে প্রতিরোধ ও নারী অধিকার বিষয়ে নানা ধরনের মতামত প্রকাশ করা হয় এবং বিভিন্ন সময় বাল্য বিবাহ রোধ করা হয়েছে মর্মে জোটের সদস্যরা জানান।