নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে হুমায়রা আক্তার হিমু (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উপজেলার জোয়াড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হিমু ওই গ্রামের আবদুল হান্নানের মেয়ে ও জোয়াড়ী বিদ্যা নিকেতন স্কুলের শিশু শ্রেণীর ছাত্রী।
স্থানীয় ইউপি সদস্য আছিয়া বেগম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে স্কুল ছুটির পর হিমু বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু দুপুর পর্যন্ত বাড়িতে না আসায় বাবা-মাসহ স্বজনেরা তাকে খুঁজতে শুরু করে। একপর্যায়ে স্কুল থেকে বাড়ির ফেরার রাস্তা সংলগ্ন পুকুরে অচেতন অবস্থায় তার দেহ ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।