নীলফামারীর কিশোরগঞ্জে যৌতুকের কারণে শিল্পী বেগম (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার নিহত ওই গৃহবধূর মা ৯জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের স্বামী আরিফুল ইসলাম আরিফসহ পরিবারের সকল সদস্য পলাতক রয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
জানা যায়, উপজেলার পুটিমারী ইউনিয়নের পোড়াকোট গ্রামের ওই গৃহবধূকে পিটিয়ে হত্যা করে লাশ শয়ন কক্ষে ঝুলিয়ে রাখেন। সংবাদ পেয়ে মঙ্গলবার সন্ধায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। এ সময় তার পরিবারের লোকজন সটকে পড়েন। এ ঘটনায় ওই গৃহবধূর মা সামছুন্নাহার বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত মফিজুল হক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। নিহত ওই গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।