গাইবান্ধার গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট/২০১৯ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুর ১ টায় উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের পারগয়রা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ গোল্ডকাপ টুর্নামেন্টে প্রধান অতিথি হিেেসবে উপস্থিত ছিলেন, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ এস এম জগলুল রশিদ রিপন।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য রফিকুল আলম সরকার, ফজলুল করিম ময়না, গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম ও যুগ্ন-সম্পাদক ডি কে দুলাল প্রমুখ।
টুর্নামেন্টে মোট ১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী আলাদা আলাদা খেলায় অংশগ্রহণ করলেও ফাইনাল পর্বে ৪ টি দল অংশগ্রহণ করেন। ফাইনাল পর্বে ২ টি দলেই ট্রাইব্রেকারে খেলা চুড়ান্ত হয়। খেলায় বালক দলের মধ্যে পারগয়রা সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান ও নাগের ভিঠা সরকারী প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ এবং বালিকা দলের ফুলপুকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান ও কৃঞ্চপুর ছয়ঘড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়।
খেলা ও আলোচনা শেষে প্রধান অতিথি এস এম জগলুল রশিদ রিপন খেলায় বিজয়ী ও রানার্স আপ দুই দলের মাঝে ট্রফি তুলে দেন।