কেশবপুরে কিশোরীর গর্ভপাত ঘটিয়ে নবজাতকের লাশ মাটিতে পুতে রাখার ঘটনা ফাঁস হয়ে পড়ায় এলাকায় উত্তেজনা ও ধর্ষকের বিচারের দাবি করেছেন এলাকাবাসি। শিশুটির লাশ পাহারা দিচ্ছে পুলিশ। এ ঘঁনায় প্রতারিত কিশোরীর ম্মাা মিন্টু সরদার বাদি হয়ে কেশবপুর থানায় মামলা করেছেন। কেশবপুর থানার ওসি (তদন্ত) শাহাজান আহম্মেদ ঘঁনার সত্যতা স্বিকার করে বলেন থানায় মামলা হয়েছে। ভিকটিম কে আদালতে জবানবন্দী গস্খহনের জন্য পাঠানো হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে লাশ তুলে মর্গে পাঠানো হবে। জানা গেছে, উপজেলার সুফলাকাটি ইউনিয়নের সারুটিয়া গস্খামে নানা মৃত সামসুর সরদার ওরফে নবো সরদারের বাড়ি থেকে লেখাপড়া করতো সন্যাসগাছা গস্খামের সাঈদের কন্যা সোহানা খাতুন। সে নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। সোহানার দিকে কু নজর পড়ে প্রতিবেশী নানা আবদুল খালেকের লম্পট ছেলে ৩ সন্তানের জনক বিল্লাল হোসেনের। সময়ে অসামেয়ে নানা নাতির সম্পর্ক একসময় দৈহিক সম্পর্কে রুপ নেয়। এরই মাঝে সোহানা ৫ মাসের অন্তস্বর্ত্তা হয়ে পড়লে বিল্লাল হোসেন তাকে স্খথানীয় ডাক্তারের মাধ্যমে গর্ভপাত ঘাঁয়। মঙ্গলবার ভোরে সদ্যজাতককে তার বাড়ির পাশের একটি ডোবায় ফেলে দিলে সকালে এলাকার মহিলাদের নজর কাড়ে। এ সময় বিল্লাল তার বাঁশ বাগানে নিয়ে মাটি চাপা দেয়। এ ঘঁনা ফাঁস হয়ে পড়লে কিশোরীর মামা মিন্টু সরদার বুধবার কেশবপুর থানায় এজাহার দায়ের করে,যার নম্বর -১৬। পত্রিকায় নাম না প্রকাশের শর্তে এলাকাবাসী জানান, বিল্লাল হোসেন একজন দুঃশ্চরিত্র ব্যক্তি। এ ঘঁনার দৃষ্টান্ত মুলক শাস্তি চান তারা। সাবেক ইউপি মেম্বার নুরুল ইসলাম জানান, বর্তমানে নবজাতক যেখানে মাটি চাপা দেয়া আছে সেখানে পুলিশ পাহারা বসিয়েছে। শত শত মানুষ ভিড় করছে প্রতি মুহুর্ত্বে। ওসি (তদন্ত) শাহাজান আহম্মেদ জানান, ঘঁনায় জড়িত বিল্লাল হোসেনকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।