জেলার উজিরপুর উপজেলার শিকারপুর সরকারী শেরই বাংলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেনীর ভর্তিতে বর্ধিত ফি ছাত্রলীগ নেতাদের কঠোর দাবীর মুখে বাতিল করায় সাধারণ ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের প্রশংসায় ভাসছেন শিকারপুর সরকারী শেরই বাংলা ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতারা।
ওই কলেজে একাদশ শ্রেনীতে ভর্তি হতে আসা সাধারণ ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা জানান, শিকারপুর সরকারী শেরই বাংলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীতে ভর্তিতে ২৪৫০ টাকা নির্ধারণ করে ভর্তি শুরু করে কলেজ কর্তৃপক্ষ। এনিয়ে শুরু থেকেই বর্ধিত ফি বাতিলের দাবীতে আন্দোলন চালিয়ে আসছিলো কলেজ ছাত্রলীগ নেতারা।
বুধবার দুপুরে শিকারপুর শেরই বাংলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি শাকিল মাহামুদ আউয়ালের নেতৃত্বে অন্যান্য ছাত্রনেতারা বর্ধিত ফি বাতিলের দাবীতে কলেজ ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভ শুরু করলে ভর্তি ফি ১০০০ টাকা করে নিতে বাধ্য হয় কলেজ কর্তৃপক্ষ।
এবিষয়ে শিকারপুর সরকারী শেরই বাংলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি শাকিল মাহামুদ আউয়াল জানান, সাধারণ ছাত্র-ছাত্রীদের স্বার্থ রক্ষায় একাদশ শ্রেণীর অতিরিক্ত ভর্তি ফি বাতিল করে সরকারি ফি ১০০০ টাকা করে নেওয়ার জন্য বিজ্ঞপ্তি টানিয়ে দিতে বাধ্য হয় কলেজ কর্তৃপক্ষ। এছাড়াও ছাত্রনেতাদের দাবীর মুখে যেসব শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে তাদের টাকাও ফিরিয়ে দিতে বাধ্য হয়।