বৃহস্পতিবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য মোট ২৩ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেটে রাজস্ব ঘাটতি দেখানো হয়েছে প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা। সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু এই বাজেট ঘোষনা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ব্যয় ১০ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার ৩০০টাকা এবং রাজস্ব খাতে ব্যয় দেখানো হয়েছে ৯ কোটি ২০ লাখ ৬০ হাজার ৫০০টাকা। উন্নয়ন খাতে সরকারি বরাদ্দ প্রাপ্তি ১২ কোটি ৯০ লাখ টাকা এবং রাজস্ব খাতে ব্যয় ওই পরিমান মিলে ২৩ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার ৩০০ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। পৌরসভা মিলানায়তনে বাজেট ঘোষনা অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর, প্যানেল মেয়র, সাংবাদিক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক’সহ শহরের বিভিন্ন পেশার আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলু, সাংবাদিক খায়রুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র ৮নং ওয়ার্ড কাউন্সিলর জার্জিস আলম রতন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবদুল কুদ্দুস, টাউন পুলিশ ফাঁড়ির টিএসআই ওয়াদুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম, শিক্ষিকা খালেদা খানম প্রমূখ। মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু তাঁর বক্ত্যেবে, বাজেট বাস্তবায়নে পৌরসভার সকল স্থরের নাগরিকের সহযোগীতা কামনা করেন।