তথ্য কমিশনে গিয়ে তথ্য দিলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম হোসেন। ২৫ জুন দুপুরে কমিশনে প্রধান তথ্য কমিশনার ও কমিশনারগনের উপস্থিতিতে কমিশনের নিদের্েেশ তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে আবেদনকারীকে তিনি ওই তথ্য প্রদান করেন। উপজেলার লোকা গ্রামের মতিয়ার রহমান ওই মৎস্য কর্মকর্তার নিকট তথ্য চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করেছিলেন। তথ্য না পয়ে তিনি বিধি অনুযায়ী প্রধান তথ্য কমিশনারের নিকট অভিযোগ দায়ের করেন। কমিশন অভিযোগটি আমলে নিয়ে আবেদনকারী ও তথ্য প্রদানকারী কর্মকর্তাকে ২৫ জুন তথ্য কমিশনে শুনানীর জন্য হাজির হওয়ার সমন জারী করেন। ওই শুনানীতে তিনি আবেদনকারীকে তার চাওয়া তথ্য প্রদান করেন।