দিনাজপুরের নবাবগঞ্জ থানায় সেবা নিতে আসা মানুষের মাঝে চকলেট দিয়ে আপ্যায়ন করা শুরু করেেেছ থানা পুলিশ। বৃস্পতিবার থানায় গিয়ে কর্তব্যরত পুলিশ কর্মকর্তার টেবিলে বাটিতে ভর্তি করে রাখা চকলেট দেখা যায়। ওই চকলেট থানায় সেবা নিতে আসা মানুষের মাঝে আপ্যায়ন হিসাবে বিতরন করতে দেখা গেছে। যে সেবা নিতে আসছে তাদের হাতে দেয়া হচ্ছে ১টি করে চকলেট। কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এস আই সৈকত কুমার দাস জানালেন গতকাল থেকেই ওসি সুব্রত কুমার সরকারের নির্দেশনা ও বিশেষ ব্যবস্থায় এ চকলেট দ্বারা আপ্যায়ন শুরু করা হয়েছে। চকলেট আপ্যায়ন পেয়ে সেবা গ্রহনকারীরাও খুশি। বিষয়টি নিয়ে রংপুর রেঞ্জের ডি আই জি দেবদাস ভট্টাচার্যের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান থানায় সেবা নিতে আসা মানুষদের আপ্যায়নের উদ্দ্যেশেই চকলেট দেয়া। অন্য কোন কিছু নয়।