বরগুনায় যুবককে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের যুবকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা শহরের আখড়াবাজার সেতু এলাকার সড়কে বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে ‘কিশোরগঞ্জবাসী’র ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় তরুণ-যুবক এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা।
গত বুধবার (২৬ জুন) বরগুনা সরকারি কলেজ সড়কে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনে শাহ নেয়াজ রিফাত শরীফ (২৫) নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিবাদী যুবক মো. এস. হোসেন আকাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলাম ইফতি, নূর মোহাম্মদ, আশরাফুল আসিফ, হাসিবুল হক ধ্রুব, শাহরিয়ার হাসান, শুভ রহমান, যুবায়ের রহমান, তানজিদ হোসেন সূর্য, সাদিকুল ইসলাম সাদিক, রিফাত আরফিন ছানিল প্রমুখ
মানববন্ধনে বক্তারা বলেন, রাস্তায় প্রকাশ্যে এমন নির্মম হত্যাকা-ের ধিক্কার জানানোর ভাষা আমাদের নেই। বহু চেষ্টা করেও রিফাত শরীফের স্ত্রী স্বামীকে বাঁচাতে পারেনি। এমন জঘন্য নৃশংসতার দৃষ্টান্তমূলক বিচার অবশ্যই প্রকাশ্যে করতে হবে বলে হুশিয়ারী করেন।