রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন হত্যা মামলার এজেহার ভূক্ত তিন আসামীর দুই দিনের রিমান্ড মুজ্ঞুর করেছে।
বৃহস্পতিবার রাজশাহী জেলা আমলী আদালতের বিচারক রাসেল মাহমুদ রিমান্ড আবেদন মজ্ঞুর করেন।
জানাযায়, বৃহস্পতিবার বাদি পক্ষের আইনজীবী আসামীদের ৫ দিনের রিমান্ড আবেদন করে তাতে ২ নম্বর আসামি অসীম রেজা, ৪ নং আসামি মোস্তাক আহম্মেদ মেজরা ও ৫ নম্বর আসামি শরিফ দুলাল সেতুকে ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে।
উল্লেখ্যঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ ডিসেম্বর ২০১৮ সালের পালপুর গ্রামের আওয়ামী লীগ নেতাকে ভোট কেন্দ্রে বিএনপির সন্ত্রাসী ক্যাডারেরা পরিকল্পিত ভাবে ঘোরাও করে ধারালো অস্ত্রদ্বারা কুপিয়ে ইসমাইল হোসেন ও তার ছেলেকে মারাত্বক ভাবে জখম করে। পরদিন ইসমাইল হোসেন রাজশাহী মেডিকেল হাসপাতলে মারা যান। গত ২ জানুয়ারী ইসমাইলের স্ত্রী বিজনা বেগম ২২ জনকে আসামি করে মামলা দায়ের করে। এতে ১৮ জন আসামি আটক,২ জন পলাতক ও ২ জন জামিনে আছেন।