রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বজ্রপাতে নিহত দুই পরিবারকে প্রধান মন্ত্রীর ত্রাণতহবিল হতে অনুদান প্রদান করেছেন।
বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সারাপুর পুলিশ পাড়া গ্রামের নিহত মোশারফ হোসেন ও দক্ষিণ বাসুদেবপুর গ্রামের নিহত জমশেদ আলীর পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি থেকে এই অনুদান প্রদান করেন। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শিমুল আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির প্রমুখ উপস্থিত ছিলেন।
বজ্রপাতে নিহতদের অনুদান প্রদানে সকল কার্যক্রম বাস্তবায়ন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।