কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের বাহের বালী-পূর্ব- মধ্যপাড়া গ্রামের দুলাল মিয়ার লোকজনদের সঙ্গে একই গ্রামের মোঃ রহুল মিয়ার সঙ্গে দীর্ঘ দিন ধরে মামলা মোকাদ্দমা চলে আসছিল। এরই জের ধরে গত বুধবার সকাল সাড়ে ৯টায় রহুল মিয়ার নির্দেশে ইউছুফ মিয়া, মহিম মিয়া সহ ৮-১০ জন দেশীয় অ¯্রসজ্জিত হয়ে রাবিয়া খাতুন (৫৭) এর মাথার পিছনে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। রাবিয়া খাতুনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে গত বুধবার রাতে তাকে নেওয়ার পথে মাধবধীতে মৃত্যুর কোলে ঢলে পরে। মামলা বাদী দুলাল মিয়া গতকাল বৃহস্পতিবার দুপুরে জানান আসামি পক্ষ মোঃ রহুল মিয়া ও তার গংদের সঙ্গে দীর্ঘ দিন ধরে মামলা মোকাদ্দমা চলে আসছিল। এর জের ধরে তার মা রাবিয়া খাতুনকে খুন করেছে। বাজিতপুর থানার কর্মকর্তা ইনর্চাজ খলিলুর রহমান পাটোয়ারি জানান এই ব্যাপারে হত্যা মামলা রুজু হয়েছে।