সুজানগরের দুলাই ইউনিয়নের শান্তিপুর গ্রামে ভাতিজা রিপন হোসেনের ছুরিকাঘাতে চাচা কালাম হোসেন নিহত হয়েছে। এ সময় তার আরো দুই চাচা আহত হয়েছে। নিহত কালাম হোসেন একই গ্রামের সবেদ আলী প্রামাণিকের ছেলে। গত বুধবার দিনগত রাতে এই হতাহতর ঘটনা ঘটে।
সুজানগর থানার ইন্সপেক্টর (তদন্ত ) অরবিন্দ সরকার জানান, বেশ কিছুদিন ধরে বাড়ির জমির সীমানা নিয়ে ওই গ্রামের হানিফ প্রামাণিকের ছেলে রিপন গং ও তার চাচা কালাম গং’র মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার রাত সাড়ে ৮টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে রিপনের ছুরিকাঘাতে তার চাচা কালাম হোসেন (৩৩), তালেব হোসেন (২৮) ও জামাল হোসেন (২৫) মারাত্মকভাবে আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ওই কালামকে মৃত ঘোষণা করেন। গতকাল বৃহস্পতিবার এ ব্যাপারে সুজানগর থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।