চারদিকে চলছে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপ উন্মাদনা। অসাধারণ উত্তেজনাপূর্ণ কয়েকটি ম্যাচ ওলট পালট করে দিয়েছে পয়েন্ট টেবিল, আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ছাড়া সবারই রয়েছে সেমিতে যাওয়ার সুযোগ। জমে যাওয়া বিশ্বকাপে দুঃসংবাদ পেতে পারতো ক্রিকেট ভক্তরা, বুকে ব্যথা নিয়ে মুম্বাইয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। তবে স্বস্তির খবর, বর্তমানে আছে শঙ্কামুক্ত। ২০০৭ সালে বর্নাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন। ব্যাট হাতে ২২ গজ থেকে বিদায় নিলেও ক্রিকেট থেকে দূরে সরেননি। সাম্প্রতিক সময়ে ক্রিকেট বিশ্লেষক আর ধারাভাষ্যকার হিসেবে নিয়মিতই দেখা যায় টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিককে। আইপিএল আর আইসিসি বিশ্বকাপের ধারাভাষ্য দিতে গত কয়েকমাস ধরেই ভারতে অবস্থান করছেন লারা। স্টার স্পোর্টসের মুম্বাই স্টুডিও থেকে ম্যাচ বিশ্লেষণ আর ধারাভাষ্য দিয়ে মাতিয়ে রাখছিলেন টিভি দর্শকদের। গত ২২ জুন ভারত-আফগানিস্তানের ম্যাচে ধারাভাষ্যের পরই বিররিতে যান মুম্বাইতে অবস্থানকালেই নিজের ৫০ তম জন্মদিন পালন করা সাবেক এই উইন্ডিজ তারকা। আগামি ২৭ জুন ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেই আবার মুম্বাই স্টুডিওতে ফেরার কথা ছিল লারার। এর আগে মঙ্গলবার দুপুর ১২ টা ৩০ মিনিটে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আন্তর্জাতিক ক্যারিয়ারে ২২ হাজারের বেশি রানের মালিক। এদিন বিশ্বকাপ সম্প্রচারকারীদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ারও কথা ছিল লারার। কিন্তু বুকের ব্যথা অনুভব হলেই তাকে পাশ্ববর্তী গ্লোবাল হাসপাতালে ভর্তি করানো হয়, দ্রুতই শুরু হয় পরিচর্যা। তবে স্বস্তির খবর তার অ্যাঞ্জিওগ্রাফিতে খুব বিপদজনক কিছু না থাকায় অ্যাঞ্জিওপ্লাস্টির মত কোন ঝুঁকিপূর্ণ পথে এগোয়নি চিকিৎসকরা। পরবর্তীতে স্টার স্পোর্টসের পক্ষ থেকেও জানানো হয় লারার অসুস্থতার বিষয়টি। টেস্ট ইতিহাসের ৭ম সর্বোচ্চ রানের মালিক লারা সুস্থ আছেন বলেও ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস ইন্ডিয়া নিশ্চিত করে।