নিজবাড়ী থেকে কর্মস্থলে স্বপরিবারে ফেরার পথে সঙ্গবদ্ধ ছিনতাই চত্রেুর ছুরিকাঘাতে আহত হয়েছেন ৫বছরের শিশু সন্তান সহ এক দম্পতি। পৃথক ঘটনায় একই দিনে দিনে দুপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন অপর ২জন। ঘটনা দুটি ঘটেছে শহর এলাকায় মঙ্গলবার রাতে। তাদের হাসপাতালে ভর্তিকরা হয়েছে।
আহতরা হলেন গ্লোব ফার্মাসিউটিক্যাল জয়পুর হাতে কর্মরত টাংগাইল ঘাটাইলের মৃত তারা মিয়ার ছেলে ফরহাদ হোসেন (৩৫)তার স্ত্রী মর্জিনা বেগম(৩০) এবং তাদের শিশু সস্তান সাথী(৫)।
সুত্র জানায়, গ্লোব ফারমার কর্মকর্তা ফরহাদ হোসেন তার স্ত্রী সন্তানকে নিয়ে একটিমোটর স্ডােিকল যোগে জয়পুরহাট ফেরার সময় শহরের ছিলিশপুর এলাকায় আক্রান্ত হন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তাদের মোটর সাইকেলটি জমিমেক হাসপাতাল অতিক্রম করার পর পরই পেছন পেছন আসা একটি মোটর সাইকেলে আসা ২জন ছিনতাইকারী সামনে মোটর সাইকেল দিয়ে ব্যারিকেড দিয়ে তাদের মোটর সাইকেলের গতীরোধ করে। এ সময় তারা অস্ত্র উঁচিয়ে তাদের সংগে থাকা স্বর্নালংকা ছোট ব্যাগ ছিনিয়ে নিতে থানা হ্যাচরা শুরু করে। এ সময় বাধা দিতে গেলে ছিণতাইকারীরা ফরহাট হোসের ও তার স্ত্রীকে উপুর্যুপরি ছরিকাঘাত করে তাদের গলা থেকে চেন ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তাদের সন্তান সাথীও আহত হয়। পরে তারা মোটর সাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এরআগে দুপুরে বগুড়া শহরের বনানী এলাকার শাহ সুলতান কলেজের সামনে প্রকাশ্য ঘটনায় সঙ্গবদ্ধ ছিনতাই কারীদের ছুরিকাঘাতে এ্যাঙ্কার সিমেন্ট কোম্পানীর কর্মকর্তা সহ দু'জন ছুরিকাহত হন-এসময় তাদের কাছ থেকে লুটে নেয়া হয়েছে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা। আহত দু'জনকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে-