বার্সেলোনা ছেড়ে এভারটনে যোগ দিয়েছেন মিডফিল্ডার আন্দ্রে গোমেস। গোলরক্ষক ইয়াসপের সিলেসেনের দল ছাড়ার খবরও নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। পর্তুগিজ ফুটবলার গোমেস গত মৌসুমে ধারে এভারটনে খেলেছিলেন। এবার তাকে আড়াই কোটি ইউরো দিয়ে কিনে নিল ইংলিশ ক্লাবটির। চুক্তি অনুযায়ী তার ট্রান্সফার ফির সঙ্গে যোগ হতে পারে আরও কিছু খরচ। তিন কোটি ইউরো ট্রান্সফার ফিতে ডাচ গোলরক্ষক সিলেসেন ভালেন্সিয়ায় যোগ দিয়েছেন। ক্লাবটিতে এরইমধ্যে তার মেডিকেল হয়েছে। স্প্যানিশ ফরোয়ার্ড মার্ক কারদোনারও দল ছাড়ার খবর নিশ্চিত করেছে বার্সেলোনা। ২৫ লাখ ইউরো ট্রান্সফার ফিতে লা লিগায় উঠে আসা দল ওসাসুনাতে যোগ দিয়েছেন ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার।