জেলা পরিষদের সদস্য মোঃ সাজ্জাদুল ইসলাম ও মহিনন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সাদেকুর রহমানের পিতা চিত্র নায়ক সাইমনের দাদা বিশিষ্ট সমাজসেবক মোঃ সিদ্দিক আলী গত মঙ্গলবার ১২.৪৫ মিনিটে কলাপাড়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৫ বছর। মঙ্গলবার বাদ এশা কলাপাড়া মসজিদ সংলগ্ন স্থানে জানাজার নামাজশেষে পারিবারিক কবর স্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে জেলা পরিষদের চেয়ারম্যার বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, পিপি অ্যডঃ শাহ আজিজুল হক, বীরমুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার কামাল, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সাবেক এজিএস আঃ সাত্তার, সাবেক এজিএস এনায়েত করিম অমি, মহিনন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, দলিল লিখক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ মনসুর আলী, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি সাংবাদিক আমিনুল হক সাদী প্রমুখ গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তাঁরা মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য বিশিষ্ট সমাজসেবক মোঃ সিদ্দিক আলী ওরফে সিদ্দিক ডিলার মহিনন্দ ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তারঁ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।