যশোর জেলা প্রশাসকের নির্দেশে সহকারি কমিশনার (ভুমি) এনামুল হক বুধবার দুপুরে কেশবপুরের ব্রাম্মণডাঙ্গা(কমলাপুর) গ্রামের সরকারি জায়গার অবেধ দখলদার উচ্ছেদে সরেজমিন তদন্ত শেষে আগামি দু দিনের মধ্যে স্থাপনা অপসারনের নির্দেশ দিয়েছেন।
উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ৯৯ নং ব্রাম্মণডাঙ্গা মৌজার এস এ ৩৫১ এর উপর থেকে ২০১১ সালে যশোরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভুমি হুকুম দখল কর্মকর্তা শৈলেন্দ্র নাথ মন্ডল সরকারি জায়গার অবেধ স্থাপনা অপসারণ করেন এবং কিছু অংশ থেকে যায়। এরপর কওছার মোড়ল,শওকত মোড়ল, হাবিবুর রহমানগং হাফিজুর রহমান, ছালাম মোড়ল ও আবদুল মজিদসহ ৯ জন ব্যক্তি পুনরায় বাঁশের বেড়া দিয়ে আবারও অবৈধ দখল নিয়ে রাখে। ব্রাম্মণ ডাঙ্গা (কমলাপুর) গস্খামের জনৈক নুরো মোড়ল পুনরায় বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের নিকট অভিযোগ করলে বুধবার দুপুরে সহকারি কমিশনার (ভুমি) এনামুল হক সরেজমিন তদন্ত শেষে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়ে অপসারন করার নির্দেশ দিয়েছেন।