বিজিবির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে যশোরের বেনাপোল পোর্ট থানার খলসি বাজার, পুটখালী ও গাতীপাড়া থেকে ইয়াবা, ফেনসিডিল, চাপাতা, ফেসওয়াশসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে।
আটককৃতরা হলো, পোর্ট থানার অবয়বাস গ্রামের হয়রত আলীর ছেলে আবদুস আজিজ, পুটখালী উত্তরপাড়ার ফজলে করিমের ছেলে মন্টু মিয়া ও মোজাম্মেল হকের ছেলে শফিকুল ইসলাম।
বিজিবির ২১ খুলনা ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক ) সৈয়দ সোহেল আহমেদ জানান, বিজিবির পুটখালী বিওপির একটি টহল দল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পোর্ট থানার খলসি বাজার এলাকার পাকা রাস্তার ওপর থেকে আবদুস আজিজকে ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটরসাইকেলসহ আটক করা হয়েছে।
পুটখালী বিওপির অন্য একটি টহল দল বৃহস্পতিবার সকালে পুটখালী উত্তরপাড়া আমবাগান থেকে শফিকুল ইসলাম ও মন্টু মিয়াকে ৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
এছাড়া দৌলতপুর বিওপির একটি টহল দল গাতীপাড়া আমবাগান থেকে বুধবার সকালে ৮৪ কেজি চা পাতা ও ২৪৮পিস ফেসওয়াশ আটক করে।
জব্দকৃত পণ্যসামগ্রী বেনাপোল কাস্টম হাউজে এবং মাদকদ্রব্য ও আসামিদের বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়েছে।