দিনাজপুরে এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের ৩৫৬জন শিক্ষার্থীর মাঝে ৫১ লক্ষাধিক টাকার উপবৃত্তি চেকের অর্থ প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার দিনাজপুর শহরের মুন্সিপাড়াস্থ ক্যাম্পাস হলরুমে এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট আয়োজিত বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক কর্র্তৃক প্রদেয় স্কিলস এ- ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট এর উপবৃত্তি চেকের অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের ৩৫৬জন শিক্ষার্থীদের মাঝে ৫১ লক্ষ ২৬ হাজার ৪’শ টাকা প্রদান করেন দিনাজপুর জেলা জজকোর্টের আইনজীবী ও হেমায়েত আলী পাবলিক লাইব্রেরি’র সহ-সভাপতি মো. মেহেরুল ইসলাম।
এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আবদুস সবুর এর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান হাকিম, মোহনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মোত্তালেব, এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. তারেক ইবনে নাসিম, অগ্রণী ব্যাংক মুন্সিপাড়া শাখার সিনিয়র কর্মকর্তা সুলতানা বেগম।
অনুষ্ঠানের শেষে সম্মানিত অতিথিদের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ।