ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে ডিশ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাটি গত মঙ্গলবার দুপুরে উপজেলার চাকুয়া গ্রামে ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামের ডিশ ব্যবসায়ী মফিজুল মিয়া (৪০) বিদ্যুতের খুঁটি ব্যবহার করে ডিশ লাইনের নতুন সংযোগ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে স্বজনরা মফিজুল মিয়াকে উদ্ধার করে পাশর্^বর্তী শ্রীপুর উপজেলার বরমী এলাকার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
পাগলা থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান খান এ ঘটনায় বিষয়টি নিশ্চিত করেন।