ময়মনসিংহের গফরগাঁওয়ে ধাইরগাঁও বাজার ও কলুরগাঁও এলাকায় দু’টি ব্যবসা-প্রতিষ্ঠানসহ মসজিদ ও কমিনিউটি ক্লিনিকে দূর্ধষ চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি গত মঙ্গলবার গভীর রাতে ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানাধীন উস্থি ইউনিয়নের ধাইরগাঁও বাজারের ব্যবসায়ী কামালের ধান চাউলের দোকান ও মাসুদের মনিহারি দোকানে মঙ্গলবার রাতে চোরেরদল তালা ভেঙ্গে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। অপরদিকে একই দিন রাতে কলুরগাও সরকার বাড়ী মসজিদের তালা ভেঙ্গে ১টি সোলার প্লান, মাইক ও ২টি ফ্যান চুরি করে নিয়ে যায় চোরেরা। এছাড়াও ধাইরগাও এলাকার কমিউনিটি ক্লিনিকের একই রাতে চোরেরা ক্লিনিকের তালা ভেঙ্গে সোলার প্লান, মেডিকেল যন্ত্রপাতি, ওষুধ ও রোগীদের টিকিট বিক্রি ১২হাজার ৪শত টাকা নিয়ে গেছে। এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে কমিউনিটি ক্লিনিকের সহকারী স্বাস্থ্য পরির্দশক আনোয়ার হোসেন পাগলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পাগলা থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।