রংপুরের পীরগঞ্জ উপজেলার কৃতী খেলোয়াড় নাজমুল হোসাইন আকন্দ ব্রাজিলে ফুটবলে প্রশিক্ষন নিতে গেলেন। শুরুতে যদিও স্বপ্নটা এত বড় ছিল না, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলাটাই তার স্বপ্ন ছিল। প্রত্যাশার চাইতে প্রাপ্ত আজ অনেক বেশি। অদম্য প্রতিভাবান পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের একবারপুর গ্রামের অটো ভ্যানচালক বাবা মোঃ আবদুল হক ও মা নাজমা বেগমের একমাত্র ছেলে নাজমুল। আর্থিক অসচ্ছলতায় একসময় নাজমুল ইট ভাটাতে কাজ করত। তার এ প্রতিভার বিকাশ ঘটে পীরগঞ্জ ফুটবল একাডেমীর মাধ্যমে। এখানেই তার ফুটবল হাতেখড়ি। নাজমুলের বয়স যখন ১০/১২ তখন সে পীরগঞ্জ ফুটবল একাডেমিতে নিয়মিত অনুশীলন করতে থাকে। একসময় নাজমুল পীরগঞ্জ ফুটবল একাডেমির নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে ওঠে। পরবর্তীতে একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাহমুদুল হাসান সোহেলের কাছে খোঁজ করেন তার একাডেমিতে ১৬ অনুর্ধ্ব বয়সের সম্ভাবনাময় খেলোয়াড় আছে কি না ? সুযোগ বুঝে পীরগঞ্জ ফুটবল একাডেমির পরিচালক সোহেল অনুর্ধ্ব -১৬ টিমের ট্রায়েলের জন্য কয়েকজন কে পাঠান রংপুরে। সেখানে ট্রায়েলের মাধ্যমে রংপুর অনুর্ধ্ব -১৬ টিমে নাজমুল সুযোগ করে নেয়। জেলা ভিত্তিক খেলায় সে ভালো পারফর্ম করে পরবর্তীতে ২০১৭ সালে রংপুর বিভাগের হয়ে যুব ও ক্রীড়ামন্ত্রণালয়ের অধীনে ডেভেলপমেন্ট কাপে নাজমুল বরাবরের মতো উল্লেখযোগ্য পারফর্ম করতে থাকে। যার ধারাবাহিকতায় অনুর্ধ্ব-১৬ মুল জাতীয় টিমের সাথে কাতার সফরেরও গুরুত্বপূর্ন একজন সদস্য ছিল ডিফেন্ডার নাজমুল। দেশের শীর্ষস্থানীয় ক্লাব ঢাকা আবাহনী লিঃ এর হয়ে খেলে নিয়মিত অনুর্ধ্ব ১৮ দলে। একসময় ঢাকা আবাহনী লিঃ এর মূলদলের সাথে অনুশীলনের সুযোগ পায়। নাজমুলের স্বপ্ন বাংলাদেশের একজন স্বনামধন্য কৃতী ফুটবলার হওয়া। এজন্য সে সকলের কাছে দোয়া প্রার্থী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রচেষ্টায় প্রথমবারের মতো অনুশীলনের জন্য বাংলাদেশের চার জন ফুটবলার ব্রাজিল গেছেন। আগেই খবরটি শোনা গিয়েছিল। সেই চারজন ভাগ্যবান কিশোর ফুটবলারের মধ্যে নাজমুলের নাম ছিল। একসময় ব্রাজিল সফর নিয়ে নানা অনিশ্চয়তান সৃষ্টি হয়। অবশেষে সকল জল্পনা কল্পনা শেষে প্রথমবারের মতো বাংলাদেশের চার কিশোর ফুটবলার মঙ্গলবার রাতে এক মাসের অনুশীলনের জন্য ব্রাজিলের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছেন। যুবও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত ডেভেলপমেন্ট কাপ অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব -১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ থেকে ২০ জনকে ডাকা হয়েছিল বাছাই পর্বে। দুই দিনের বাছাই পরীক্ষায় সেরা হয়ে, পেলে-গারিঞ্চা-নেইমারদের দেশে অনুশীলনের টিকিট পেয়েছেন রংপুরের নাহিদ- কুড়িগ্রামের ওমর ফারুক মিঠু-রংপুর পীরগঞ্জের নাজমুল আকন্দ ও রাজশাহীর আদিবাসী সন্তান জগেন লাকরা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভাস্যমতে,ব্রাজিলের ভাস্কো দা গামা ক্লাবের অধীনে অনুশীলনের কথা রয়েছে এদের।