বুধবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু। বাজেট অধিবেশনে আদমদীঘি সদর, চাঁপাপুর, কুন্দুগ্রাম ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা প্রাণী ও পশু সম্পদ কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের প্রধান এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব সহ বিভিন্ন খাতে আয় ধরা হয়েছে পাঁচ কোটি ৯৪ লাখ টাকা এবং উন্নয়ন খাত সহ বিভিন্ন খাতে ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি তিন লাখ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে প্রায় ৯১ লাখ টাকা।