বড়াইগ্রাম পৌরসভায় ২০১৯-২০ অর্থ বছরের ১৩ কোটি ৮১ লাখ নয় হাজার ৯৩৯ টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছে। বুধবার (২৬ জুন) পৌর মিলনায়তনে বাজেট অনুষ্ঠানে মেয়র আবদুল বারেক সরদার এ বাজেট পেশ করেন। বাজেটে রাজস্ব খাতে ৩ কোটি ১৪ লাখ ১০ হাজার ৩৩০ টাকা আয় ও ৩ কোটি ৫০ লাখ ১৩ হাজার ২২১ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ১০ কোটি ছয় লাখ ৫০ হাজার টাকা আয় ও সমপরিমাণ টাকা ব্যায় ধরা হয়েছে। এ ছাড়া বাজেটে ১০ লাখ ৬১ হাজার ৭১৮ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। অনুষ্ঠানে প্যানেল মেয়র জালাল উদ্দিন জোয়াদ্দার, সচিব জালাল উদ্দিন, সহকারী প্রকৌশলী আকরামুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলাম, হিসাবরক্ষক ফিরোজুল ইসলামসহ সকল কাউন্সিলর ও কর্মকতা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বাজেটে পৌর এলাকার সৌন্দর্য বর্ধন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, পৌর মার্কেটসহ ভৌত অবকাঠামো নির্মাণ, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এবং সড়ক বাতি ও বিদ্যুতায়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে।