যশোরের কেশবপুর পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরে ৪৬ কোটি ১৯ লাখ ৩৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার পৌরসভার সভাকক্ষে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। ঘোষিত বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪৬ কোটি ১৯ লাখ ৩৫ হাজার টাকা এবং সমপরিমান ব্যয় ধরা হয়েছে। এরমধ্যে ৮ লাখ ২৯ হাজার ৫০০ টাকা প্রারম্ভিক জেরসহ রাজস্ব আয় ধরা হয়েছে ৪ কোটি ২৪ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা ও উন্নয়ন আয় ধরা হয়েছে ৪৫ কোটি ২৬ লাখ টাকা। পৌরসভার সহকারি কর আদায়কারী পলাশ সিংহের সঞ্চালনায় প্রস্তাবিত বাজেট সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিক্ষাবিদ অসিত মোদক, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর মশিয়ার রহমান, আবদুস সাত্তার বিশ্বাস, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমামুল হক, সচিব মো. মোশারফ হোসেন, সাংবাদিত উৎপল দে প্রমুখ।