উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করে নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদীর উজান অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। কামাল হোসেন নামে একব্যক্তি নিজেকে ইজারাদার দাবি করে গত এক মাস ধরে এ অংশ থেকে বালু উত্তোলন করলেও এর স্বপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি। এদিকে অবৈধভাবে বালু উত্তোলন কার্যক্রম বন্ধে গত ১৯ জুন স্থানীয় প্রশাসনকে পত্র দিয়েছে জেলা প্রশাসন। এরপরও বালু উত্তোলন কার্যক্রম অব্যাহত রেখেছেন ইজারার দাবিদার কামাল হোসেন। এনিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সুত্র জানায়, নিয়মনীতি লঙ্ঘন করে যত্রতত্র বালু উত্তোলন করায় আত্রাই নদীর উজান অংশের কালিকাপুর বাজার, দোসতিনাসহ আশপাশের জনবসতি এলাকা ভাঙনের কবলে পড়ে। এ অবস্থায় জনস্বার্থে মান্দা সদর ইউনিয়নের সদস্য আকতারুজ্জামান বুলবুল উচ্চ আদালতে ৪১৩১/২০১৮ নম্বর রীট পিটিশন দায়ের করেন। এতে বাংলা ১৪২৫ সনে এ অংশের ইজারা কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে তিনি রীটটি প্রত্যাহার করে নিলে এ অংশের ইজারা কার্যক্রম শুরু করে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটি।
বালু ব্যবসায়ি ময়নুল ইসলাম জুয়েলের অভিযোগ, আত্রাই নদীর উজান অংশের বালুমহাল ইজারা সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি সংবাদপত্রে প্রকাশ করেনি জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটি। তিনি বলেন, রীটকারী আকতারুজ্জামান বুলবুল গত ২৭ মে মামলা প্রত্যাহার করে নেন। এর পরদিন ২৮ মে অত্যন্ত গোপনে এ বালুমহালটি নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগৌরী এলাকার কামাল হোসেনকে ইজারা প্রদান করা হয়।
আরেক বালু ব্যবসায়ি মোয়াজ্জেম হোসেন বলেন, আত্রাই নদীর উজান অংশের বালুমহাল সংক্রান্তে আমি উচ্চ আদালতে ৪১৬১/২০১৮ নম্বর রীট পিটিশন দায়ের করি। গত ১২ ফেব্রুয়ারি এক আদেশে এ আদালত ৬ মাসের জন্য ওই বালুমহালের সকল প্রকার কার্যক্রম স্থগিত করে দেন। এ-সংক্রান্ত একটি পত্র জেলা প্রশাসক (রাজস্ব) কর্তৃক মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহাদেবপুর সহকারি কমিশনার (ভূমি) বরাবর প্রেরণ করা হয়েছে। এরপরও কামাল হোসেন বালু উত্তোলন অব্যাহত রেখেছেন বলে অভিযোগ করেন তিনি।
মহাদেবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা খাতুন এ-সংক্রান্ত পত্রপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করার কোনো সুযোগ নেই। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।