নগরীতে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত নতুন বাজার ও কালিবাড়ি রোডে অভিযান পরিচালনা করেন।
বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান, নতুন বাজার ও কালিবাড়ি রোডের দুইটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ১২টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধকৃত মালামাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।