জেলার উজিরপুর উপজেলার সাতলা-উজিরপুর সড়কে ব্যাটারী চালিত ইজিবাইক চাঁপায় রফিকুল মিয়া (৭) নামের এক শিশু নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সাতলা-উজিরপুর সড়কে সাতলা গ্রামের শরীফ মিয়ার সাত বছরের পুত্র রফিকুল মিয়া একই এলাকার ইজিবাইক চালক দুলাল খন্দকারের ইজি বাইকের নীচে চাঁপা পরলে স্থানীয়রা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সৈকত রফিকুলকে মৃত বলে ঘোষণা করেন।