২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পোল্ট্রি ফিডে ব্যবহৃত কাঁচামালের মূল্যবৃদ্ধির আশংকায় চিন্তিত হয়ে পড়েছেন ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা কারণ এর ফলে পোল্ট্রি ফিডের দাম আরেক দফা বাড়বে যা তাঁদেরকে পুঁজির সংকটে ফেলবে। তাই পোল্ট্রি খামারিদের সুরক্ষায় পোল্ট্রিখাতের উপর আরোপিত সকল কর ও শুল্ক বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা। আজ রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। খামারিরা বলেন- জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর থেকেই সংবাদপত্র ও টিভি’তে ‘পোল্ট্রি খাদ্যের দাম কমবে’ বলে খবর প্রচারিত হয়। এতে খামারিদের মাঝে নতুন করে আশা জাগে। কারণ বিগত কয়েক বছর থেকে তাঁরা এ দাবিই জানিয়ে আসছিলেন। কিন্তু খামারিদের মাঝে হতাশা নেমে আসে যখন তাঁরা দেখেন যে বাজেটে পোল্ট্রি কাঁচামালের উপর আমদানি শুল্ক ও কর কমানো তো হয়নি বরং নতুন কিছু সিদ্ধান্ত যোগ করা হয়েছে যা পোল্ট্রি ফিডের দাম বাড়িয়ে দেবে। খামারিরা বলেন- অর্থ বিল ২০১৯ এর ৭১ নম্বর অনুচ্ছেদে ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৩১ এর সংশোধন করে সকল আমদানির উপর ৫ শতাংশ হারে আগাম কর (অঞ) ধার্য্য করা হয়েছে; এবং সেই সাথে কাঁচামাল সংগ্রহের উপর ‘উৎস আয়কর’ কর্তনের বিধান পুণঃসংযোজন করা হয়েছে। যার কারণে পোল্ট্রি ফিডের উৎপাদন খরচ ৮ থেকে ১০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে দাবি করেছে হাঁস-মুরগির খাবার প্রস্তুতকারকদের সংগঠন ফিড ইন্ডাষ্ট্রিজ অ্যাসোসিয়েশন (ফিআব)। গত ১৯ জুন ঢাকায় অনুষ্ঠিত ফিআব ও ব্রিডার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।প্রান্তিক পোল্ট্রি খামারিরা বলেছেন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তাঁরা আপামর মানুষের জন্য অত্যন্ত স্বল্পমূল্যে ডিম ও মুরগির মাংসের যোগান দিয়ে আসছেন। তাঁরা বলেন- বর্তমান বাজারে যখন প্রতি কেজি খাসির মাংসের দাম ৮৫০ টাকা, গরুর মাংসের দাম ৫২০ টাকা, তখন খামার পর্যায়ে তাঁদের মাত্র ৮৮-৯০ টাকায় ব্রয়লার মুরগি বিক্রি করতে হচ্ছে। লাভ করা দূরে থাক শ্রমের মূল্যও তাঁরা পাচ্ছেন না। এমতাবস্থায় ফিডের দাম বাড়লে খামার বন্ধ করে দিতে বাধ্য হবেন তাঁরা। খামারিরা বলছেন পোল্ট্রি বৃহত্তর কৃষির অংশ কিন্তু কৃষির মত কোন সুযোগ-সুবিধা তারা পাচ্ছেন না। বর্তমান অর্থমন্ত্রী পোল্ট্রি বীমার ঘোষণা দিয়েছেন কিন্তু বাজেটে তার প্রতিফলন দেখা যায়নি। সরকারের প্রতি পোল্ট্রি খামারিদের দাবি পোল্ট্রি ফিডের দাম কমাতে হবে, খামারিদের বাঁচাতে হবে।মানব-বন্ধনে ‘কম দামে ফিড চাই’, ‘ডিম ও মুরগির ন্যায্য দাম চাই’, ‘সহজ শর্তে ঋণ চাই’, ‘ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য সহায়তা চাই’, ‘পোল্ট্রি বীমা চাই’, ‘পোল্ট্রি-বান্ধব বাজেট চাই’, প্রভৃতি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন প্রান্তিক ও ক্ষুদ্র খামারিরা।