মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন, সাইকেল র্যালি, মাদক বিরোধী রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন শেষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকারিয়া, বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম (বিপিএম পিপিএম), মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় প্রধান এ.এম হাফিজুর রহমান, মুক্তিযুদ্বা বীর প্রতিক মহিউদ্দিন মানিক ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ। শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।