স্বেচ্ছাসেবী সংস্থা কারিতাস এসডিডিবি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্পের জার্মান ডোনার প্রতিনিধি মিষ্টার জেমস। বুধবার দুপুরে কারিতাস এসডিডিবি প্রকল্পের অধীনে চলমান মাহিলাড়া ইউনিয়নের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, কারিতাস খুলনা অঞ্চলের প্রতিনিধি রবিন গোলদার, পারুল রায়সহ অন্যান্যরা।