কিশোরগঞ্জে জেলা কৃষকদলের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে এড. মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম, ময়মনসিংহ বিভাগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব, এড. নাসির হায়দার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, নাজমুল আলমসহ বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
নেতৃবৃন্দ পরে এড. মাজহারুল ইসলামকে আহ্ববায়ক ও ওবায়দুল্লাহ ওবায়েদকে সদস্য সচিব করে ১৫১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী কৃষকদলের কিশোরগঞ্জ জেলা কমিটি ঘোষণা করেন।