চলনবিল অধুষিত নাটোরের সিংড়া পৌরসভার ২০১৯-২০২০ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভার কনফারেন্স রুমে পৌর সচিব আবদুল মতিন মোট ৩৩ কোটি ৯লক্ষ ৭৩ হাজার ১৪১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। বাজেটে মোট ২৯ কোটি ৯১ লক্ষ ৫৮ হাজার ৫’শ টাকা ব্যয় ধরা হয়েছে। আর এর মধ্যে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৫১ লক্ষ ৩৩ হাজার ৫’শ ও ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৪৭ লক্ষ ৫৮ হাজার ৫’শ টাকা। এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২৬ কোটি ৪৪ লক্ষ টাকা ও সম পরিমাণ টাকা ব্যয় ধরা হয়েছে।
বাজেট অধিবেশনে সিংড়া পৌরসভার মেয়র আলহাজ¦ মো. জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিংড়া উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ¦ এড. শেখ ওহিদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. আশরাফুল ইসলাম, অধ্যাপক রাজেন্দ্র প্রসাদ, পৌর সচিব আবদুল মতিন, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসান ইমাম, শ্রমিক নেতা আশরাফুল ইসলাম, কাউন্সিলর দেদার হায়াত বেনু প্রমূখ। বাজেট অধিবেশনে পৌরসভার আরো উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস ও মাদকমুক্ত এবং শতভাগ নিরক্ষর ও ভিক্ষুক মুক্ত সহ ভেজাল বিরোধী অভিযানের আহবান জানান বক্তারা।