রাজশাহীর বাঘায় মাদক দ্রব্যের অপব্যহার ও অবৈধ মানবপাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, শিক্ষা কর্মকর্তা আরিফুল রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, একটি বাড়ি একটি খারমার প্রকল্প কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার আগে একটি র্যালি উপজেলা চত্বর থেকে শুরু করে উপজেলা প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করেন।