ফরিদগঞ্জ উপজেলা পরিষদ ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আলী আফরোজ বাজেট উপস্থাপন করেন। ঘোষিত বাজেটে (স্থানীয় পর্যায়ে) উন্নয়ন ও রাজস্ব খাতে সম্ভাব্য আয় দেখানো হয়েছে ৭ কোটি ১৯ লক্ষ ৫০ হাজার টাকা। ব্যয় দেখানো হয়েছে (স্থানীয় পর্যায়ে)৭ কোটি ৪৬ লক্ষ ৮৮ হাজার টাকা। বাজেট উপস্থাপন অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমানের সভাপতিত্বে বাজেট উপস্থাপন পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম আহাম্মদ, মাজেদা বেগম, পৌর মেয়র মাহফুজুল হক, থানা কর্মকর্তা ইনচার্জ আবদুর রকিব, উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ফরিদগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কে মানিক পাঠান, জয়যাত্রা টিভির ফরিদগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন সৈকত, আমাদের সময় ফরিদগঞ্জ প্রতিনিধি আনিছুর রহমান সুজন, উপজেলা স্কাউট সম্পাদক শফিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুুখ।