ফরিদগঞ্জে মাদক অব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। বুধবার সকালে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও মোঃ আলী আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। বিশেষ অতিথি হিসেবে ভাইসচেয়ারম্যান জি এস তছলিম আহাম্মদ, মাজেদা বেগম, পৌর মেয়র মাহফুজুল হক, থানা কর্মকর্তা ইনচার্জ আবদুর রকিব, উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, ফরিদগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ।