মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত হয়েছে পাবনার চাটমোহরে। দিবসটি পালনে উপজেলা প্রশাসন দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিলো চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা,র্যালী,আরেঅচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
দিবসটি পালনে ২৫ জুন মঙ্গলবার উপজেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা। গতকাল বুধবার (২৬ জুন) সকালে বের হয় বর্নাঢ্য র্যালী। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আঃ হামিদ মাস্টার। যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আঃ হালিমের সঞ্চালনায় বক্তব্য দেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,উপজেলা আওয়ামীলীগৈর সাধারণ সম্পাদক মোঃ আঃ মালেক,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী,হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন,কৃষকলীগের উপজেলা সভাপতি আঃ মান্নান মুন্নাফ,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন প্রমূখ। আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা পরিবেশন করে সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে ছিলো রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পরিস্কার বিতরণ।