কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভা সহ ১১টি ইউনিয়নে উপজেলা কৃষি অফিস ও পরিসংক্ষান অফিসের সহযোগীতায় গত ৯ জুন হতে ২০ জুন পর্যন্ত মাঠ পর্যায়ে ২২৯ জন গণনাকারী, ৩৭ জন সুপারভাইজার, ৪টি জোনে এই কাজ সম্পন্ন করেছেন। তম্মধ্যে ৪টি জোনে ১১টি ইউনিয়নে ৫৪ হাজার ৪ শত ১৬ জন, কৃষি মজোরখানা সংখ্যা ১৩
হাজার ৯ শত ৭৮টি নিজস্ব জমি নেই এমন কৃষিখানা ৪ হাজার ৬ শত ৮৮টি, অন্যের জমি নিয়েছে এমন কৃষিখানা ১০ হাজার ৮ শত ৫৮টি, মৎস চাষিদের জমি আছে ৭ শত ৩৭টি কাজ গতকাল বুধবার সম্পন্ন করেছে বলে উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানাগেছে। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানাযায় কৃষিশুমারী সম্পন্ন করতে সরকারিভাবে ২৪ লক্ষ ৭ হাজার ৮৬ টাকা ব্যায় হয়েছে বলে তারা সাংবাদিকদের জানিয়েছে।