বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কেমিষ্টস এ- ড্রাগিষ্টস্ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কেমিষ্টস এ- ড্রাগিষ্টস্ সমিতির সভাপতি ইউনুছ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শারমিন আখতার, ওসি শওকত কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মুহা: মশিদুল হক, জেলা কেমিষ্টস এ- ড্রাগিষ্টস্ সমিতির প্রধান উপদেষ্টা মশিউল আলম রাজু, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবনী আকতার প্রমূখ। পরে সমিতির সকল সদস্যদের সর্ব সন্মতিক্রমে পুন:রায় ইউনুছ আলীকে সভাপতি ও কামাল হোসেনকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।