দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ ১৮ ঘন্টার ব্যবধানে পৃথক তিনটি অভিযান চালিয়ে গাঁজা, ফেন্সিডিলসহ ইয়াবা বড়ি জব্দ করেছে। একই সময়ে মাদক চোরাচালানীর সাথে জড়িত থাকার অভিযোগে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙামাটিস্থ ছয়পুকুর মোড় এলাকায় অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় ১৫০ গ্রাম গাঁজা জব্দসহ আবদুল খালেক (৫০) নামের এক গাঁজা বিক্রেতাকে আটক করা হয়েছে। আটক আবদুল খালেক একই এলাকার মনসুর আলীর ছেলে।
একইভাবে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ি পৌর এলাকার বারোকোনা নামক স্থানে পুলিশ পৃথক এক অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ ঘটনার সাথে জড়িত ফেন্সিডিল চোরাকারবারি সাজ্জাত হোসেন বাবু (২৪) ও মো. উজ্জ্বলকে (২০) আটক করা হয়। আটক সাজ্জাত হোসেন বাবু বিরামপুর উপজেলার কাটলা দাউদপুর গ্রামের মো. হাফিজ উদ্দিনের ছেলে এবং মো. উজ্জ্বল একই গ্রামের মো. মসকুরুল ইসলামের ছেলে। এছাড়াও একইদিন রাত সাড়ে ৮টায় ঢাকা মোড় এলাকায় পুলিশ পৃথক অপর এক অভিযান চালিয়ে ইয়াবা বড়ি বিক্রির সময় ১১ পিস ইয়াবা বড়ি জব্দসহ ইয়াবা চোরাকারবারি মো. শাকিলকে (২৪) আটক করেছে। এ ব্যাপারে থানায় পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে। আটক চার মাদক চোরাকারবারিকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।