ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া সড়কের দুলাল সরদারের বাড়ির সামনে ব্রিজের কাছে জাতীয় কৃষকের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির কেন্দ্রিয় সভাপতি ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান কূল ময়েজকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে প্রায় ৫ লক্ষ টাকা।
কূল ময়েজের উপর হামলার প্রতিবাদে ও আসামীদের দ্রƒত গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের শাস্তির দাবিতে ঈশ^রদী শহরের প্রাণকেন্দ্র রেলওয়েগেটের ট্রাফিক মোড়ে আজ বুধবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও ঈশ^রদী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পাবনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন ঈশ^রদীর কৃষকেরা। নারী-পুরুষ মিলে ৫ শতাধিক কৃষক এতে অংশ নেয়।
বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির কেন্দ্রিয় সাধারন সম্পাদক মোঃ আবুল হাসেমের সভাপতিত্বে মানববন্ধনে কৃষকদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক জাহিদুল ইসলাম গাজর জাহিদ, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক আবদুল বারী ওরফে কফি বারী, বঙ্গবন্ধু জাতীয় কৃষি স্বর্ণ পদক প্রাপ্ত কৃষক বেলী বেগম, জাতীয় কৃষক আবদুল জলিল কিতাব মন্ডল, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক আলহাজ¦ রবিউল ইসলাম, সিআইজি ঈশ্বরদী উপজেলা সভাপতি মুরাদ মালিথা, বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি পাবনা জেলা সভাপতি মেহেদী মাসুদ, সাধারন সম্পাদক রেজাউল ইসলাম রেজা, আইন বিষয়ক সম্পাদক মির্জা শফিকুল ইসলাম ও প্রচার-প্রকাশনা সম্পাদক এম মনিরুজ্জামান প্রমূখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান কূল ময়েজকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে। দেশের বিভিন্ন জায়গাতে কৃষকদের উপর হামলা হচ্ছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে কৃষকদের উপর সকল হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি ঈশ^রদীর পুলিশ প্রশাসনকে কূল ময়েজের উপর হামলার ঘটনায় তাৎক্ষনিক অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করেছে।
বক্তারা আরও বলেন, এদেশের কৃষকেরা নিরিহ এবং কঠোর পরিশ্রমী তারা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে থাকেন। কৃষকদের হাড়ভাঙ্গা পরিশ্রমের কারণেই দেশ এগিয়ে যাচ্ছে, দেশ আজ খাদ্রে স্ময়ংসম্পূর্ণ। এর পরেও কৃষকেরা সন্ত্রাসী হামলার স্বীকার হচ্ছেন, এর প্রতিকার হওয়া দরকার। সন্ত্রাসী হামলায় আহত ময়েজ বর্তমানে ঈশ^রদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসাধিন রয়েছে। অবিলম্বে আসামীদের গ্রেফতার করা না হলে সকল কৃষকদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এজাহার ভুক্ত সকল আসামীকে দ্রƒত গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।