মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে নাটোরের সিংড়ায় মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরে একটি মাদক বিরোধী র্যালি বের হয়। পরে কৃষি অফিস হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, সিংড়া থানার পুলিশ পরিদর্শক নেয়ামুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল মতিন, প্রধান শিক্ষক আজিজুল হক, বিয়াম ল্যাবরেটরী স্কুলের শিক্ষার্থী ফারিহা ইসনাত রিসা প্রমূখ।