পিরোজপুরের নেছারাবাদ(স্বরূপকাঠী) উপজেলার ২নং সোহাগদল ইউনিয়নের ৩নং ওয়ার্ড অ’লীগ নেতা মোঃ জাকির হোসেন কে দারালো ছুরি দিয়ে জদুরাম ভিটার নামক স্থানের নির্মানাধীন ভবনের ছাদে সাহাগদলের বরছাকাঠী নিবাসী মৃত গনি পালের পুত্র মিাহির পাল রাত ১১টা তাকে নির্মমভাবে খুন করে। এর ১ঘন্টা আগে মিাহির পাল প্রথমে বরছাকাঠী নিবাসী মৃত সেকেন্দার আলীর পুত্র মোঃ আসলাম কে কুপিয়ে ঔ ভবনের ছাদে আশ্রায় নেয় বলে জানা যায়। ঐ ভবনের মালিক সেলিম,তার ভাই জাকির ও রাজমিন্ত্রী কমল নির্মানাধীন ভবনের ছাদে গিয়ে খালি গায়ে মিহির পালকে দেখতে পেয়ে নাম জিজ্ঞাসা করলে র্যাবের লোক বলে হুমকি দেয় এবং তার কাছে কউকে আসতে নিশেদ করে। এ ্ সময় জাকির তার কাছে এগিয়ে গেলে এলোপাতারি চাপাতি দিয়ে ঘটনা স্থালেই খুন হয়। এ সময় অন্যারা ডাক চিৎকার দিলে মিহির পাল পালিয়ে যায়। নেছারাবাদ পুলিশ খুনি পালকে মাজিবাড়ি দোকানের পাশে গলায় তিনটি ছোরি পোছসহ রক্তাক্ত অবস্থায় গ্রফতার করে মূমূষ অবস্থ বরিশাল মেডিকেল হাসপাতালে পাঠান। এর আগে আহত আসলামের বরিশাল শের এ বাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে অপরেশর চলতে ছিলে। জনপ্রতিনিধি চেয়ারম্যান আবদুল রশিদ ও স্থানীয়রা জনান, মাঝে মধ্যে মিহির চালের এ্যাডনরমাল থাকে। এই খবর পেয়ে রিয়াজ হোসেন পিপিএস সহকারি পুলিশ সুপার নেছারাবাদ সার্কেল, নেছারাবাদ থানার ইনচার্জ কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম সহ কয়েকজন এস আই ও সাংবাদিকগন ঘটনাস্থল পরিদর্শন এবং জাকিরের হত্যার আলামত সংগ্রহ করেন। এই ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তদন্ত করার পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে জানান, সহকারি এসপি রিয়াজ হোসেন।