নীলফামারীর ডোমারে বজ্রপাতের আঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম আয়েশা বেগম (৫০)।মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের দক্ষিণ মটকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের আবদুল মান্নানের স্ত্রী। স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে থাকা প্রয়োজনীয় জিনিস আনতে বাইরে বের হন আয়েশা। এ সময় আকস্মিক তার উপর বজ্রপাত আঘাত হানলে ঘটনাস্থলেই তিনি মারা যান।