জেলার কিশোরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহে শিল্পী আক্তার (২৫) নামের এক গৃহবধূর মরদেহ মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনার দিন দুপুরে উপজেলার পুটিমারী ইউনিয়নের ৯ ওয়ার্ডের পোড়াকোট গ্রামের গরুর মাংস ব্যবসায়ী স্বামী আরিফ হোসেনের বাড়ির নিজ ঘরে তীরে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে এই গৃহবধু। শিল্পীর আড়াই বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। এলাকাবাসী জানায় রাত থেকে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহে ঝগড়া হয়। সকালে স্বামী টেঙ্গনমারী বাজারে ব্যবসায়ী কাজে বের হয়ে যায়। দুপুরে ভাত খেতে বাড়ি ফিরে এসে ঘরে ভেতর স্ত্রীর গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো মরদেহ দেখতে পায়। কিশোরগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ হারুন অর রশীদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তা উদ্ধার করে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।