নীলফামারীর সৈয়দপুরে পিকআপের ধাক্কায় রহমত তুল্ল্যা (৬৫) ও তুরাগ (২) নামে দুই জন নিহত হয়েছে। নিহতরা সম্পর্কে দাদা- নাতি। আজ বুধবার সকাল ৮ টার দিকে সৈয়দপুর-নীলফামারী সড়কের ওয়াপদা নয়া হাটে ওই দূর্ঘটনা ঘটে। এ স্থানীয় জনতা চালকসহ পিকআপটিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। আটক পিকআপ চালক রিমন ইসলাম (২৬) সৈয়দপুর শহরের কয়া গোলাহাট এলাকার মমিনুল ইসলামের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় নয়া হাটের বাসিন্দা পিডিবির অবসরপ্রাপ্ত কর্মচারী রহমত তুল্ল্যা নাতি তুরাগকে নিয়ে সড়কের পাশ দিয়ে হাটছিলেন। এ সময় নীলফামারীগামী খালি পিকআপটি দাদা-নাতিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়। ঘটনাস্থলে মারা যায় রহমত তুল্ল্যা এবং গুরুতর আহত শিশু তুরাগ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেও মারা যায়। সৈয়দপুর থানার কর্মকর্তা ইনচার্জ শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালকের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি আটক পিকআপ ভ্যানের চালক রিমন।