নীলফমারীর ডোমার উপজেলায় বজ্রপাতে আয়শা বেগম (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশে^র খোলা স্থান হতে গরু আনার সময় সে বজ্রপাতের কবলে পড়ে। আয়শা বেগম উপজেলার দক্ষিন মটকপুর এলাকার মান্নাত হোসেনর স্ত্রী।
পাঙ্গামটকপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক এন্দা জানান, মঙ্গলবার সন্ধ্যার সময় আয়শা বেগম বাড়ির পাশে^ খোলা জায়গা হতে গরু আনার জন্য যায়। এ সময় সে বজ্রপাতের কবলে পড়ে গরুত্বর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু ঘটে।