“সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল বুধবার পাবনার সুজানগর উপজেলা পরিষদ মিলনায়তনে পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পাট অধিদপ্তরের উদ্যোগে এবং উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন সম্প্রসারণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত ওই প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ হারুনার রশিদ। উপজেলা পাটচাষী সমিতির সভাপতি একিউএম শামসুজ্জোহা বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এসএম শামছুল আলম ও নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা নারায়ন চন্দ্র সরকার।